বৃহস্পতিবার সকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোটচাঁদপুর হাসপাতাল মোড়ে দুষ্কৃতীকারীদের হামলার শিকার কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি এর সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলীকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা আশংকা জনক হাওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কর্তব্যরত ডাক্তার বলছেন, মাথার আঘাত গুরুতর হাওয়ায় যশোর পাঠানো হয়েছে। এই সন্ত্রাসী হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, সভাপতি – সম্পাদক সহ কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সকল সদস্যবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, সুধিজন, কোটচাঁদপুরে কর্তব্যরত সাংবাদিকবৃন্দ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।