28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

শেখ ইমন,শৈলকুপা প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি ঘটনার ধারণকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আবাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা যায়, ওই গৃবধূকে আবাইপুর গ্রামের কওছের বিশ্বাসের ছেলে টিটোন বিশ্বাস (৩৩) এবং গাঙ্গুটিয়া গ্রামের নাদের শেখের ছেলে শওকত শেখ (৩৫) প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। প্রায়ই তারা বাড়ির পাশে ওৎ পেতে থাকত।

ঐ রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হলে শওকত ও টিটোন তাকে মুখ চেপে জোরপূর্বক বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে হাত-পা, মুখ বেধে তাকে ধর্ষণ এবং মোবাইলে ঘটনার ভিডিও ধারন করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, এ ঘটনা কাউকে বললে মোবাইলে ধারন করা ভিডিও নেটে ছড়িয়ে দেওয়া হবে বলে ওই গৃবধূকে হুমকি দেওয়া হয়। তবে টিটোনের স্ত্রী সাথী খাতুনের দাবি, শিশুদের নিয়ে দুই পরিবারের দ্বন্দ্বে তার স্বামীকে ফাঁসাতে ওই গৃহবধূ মিথ্যা নাটক সাজিয়েছেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধূরী জানান, বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles