বুধবার বেলা ১১ টয় প্রায় ১৭ মাস পর চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন’র সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম ডাঃ মারুফ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস এম ফাতেহ আকরাম,চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগ এর যুগ্ন-সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,প্যানেল মেয়র ১ সুলতান আঞ্জুমানারা রত্না,দেলোয়ার হোসেন দুলু,চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজীব হাসান কচি,চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃওয়ালিউর রহমান নয়ন,আকলিমা খাতুন,ইম্প্যাক্ট হাসপাতালের পরিচালক ডাঃজিকু, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা সহ ব্যাবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।