ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহের উদ্যোগে স্বেচ্ছাসেবী দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে ভূমিকা বিষয়ক এক ওরিয়েন্টেশন আজ সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। টিআইবি’র পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) প্রকল্পের আওতায় সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ঝিনাইদহের স্থানীয় নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, নির্মাণ, পরিবেশ ও ভূমি খাতের সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই দুইটি নাগরিক প্লাটফরম গঠন করা হয়েছে। সনাক সভাপতি এম. সাইফুল মাবুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহসভাপতি আহমেদ হোসেন। অনুষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল এবং টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ে সনাক সদস্য কাজল কুমার বিশ^াস এর সঞ্চালনায় ওরিয়েন্টেশন পরিচালনা করেন টিআইবি’র সিই ডিভিশনের সমন্বয়ক কাজী শফিকুর রহমান ও খুলনা ক্লাস্টার সমন্বয়ক মো. ফিরোজ উদ্দিন।