আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত উদ্যোগে ঝিনাইদহে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধু’র মুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন দুরন্ত’র জীবন সদস্য ও সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকীর একান্ত সচিব মোঃ কামাল হোসেন, দুরন্তর সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মিরাজ জামান রাজ, নির্বাহী সদস্য উৎপল মজুমদার, মালেকা খাতুন, খন্দকার গোলাম মর্তুজা (ফয়সাল)। এছাড়াও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম ও আসিফ ইকবাল প্রান্ত সহ উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক টীমের সদস্যবৃন্দ।