মেহেদী হাসান মামুন,যশোর প্রতিনিধি:
২৬ মার্চ যশোর সদর উপজেলার শামস-উল-হুদা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে অংশ নেয় যশোর জেলা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট এর দল।
অনুষ্ঠান চলাকালে যশোরবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে মান্যবর জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, “তলাবিহীন ঝুড়ির তকমা ঝেড়ে ফেলে বিশ্বের বুকে রচিত হচ্ছে বাঙালির সাফল্যের এক অনন্য আখ্যান- বাংলাদেশ। পুরো দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে যশস্বী যশোরও। মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ করে আমাদের বেগবান করতে হবে ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠনের কাজ।”
এছাড়া এই দিন শহরের টাউন হল মাঠের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসন, যশোর-এর আয়োজনে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক যশোর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ মহোদয়।