ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি একই গ্রামের কাশেম মন্ডলের ছেলে। আহত যুবকের ভাবি রাশিদা বেগম অভিযোগ করেন, সোমবার রাত ১০টার দিকে বাড়ির কাছে গ্রামের ছেলেরা পিকনিক করছিল। এ সময় সবুজ সেখানে উপস্থিত হলে কালুহাটী গ্রামের মতিয়ার রহমানের ছেলে পিকুল ওরফে বিকুল গালিগালাজ করে। এ সময় সবুজ প্রতিবাদ করলে কাঠের চলা দিয়ে তার মুখমন্ডলে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হন সবুজ। তাকে উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম্য মাতুব্বরদের ন্যায্য বিচারের আশ্বাসে পরিবারটি মামলা করেনি বলে জানান।