ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খাঁ পুরন্দপুর গ্রামের সাবেক উপ-সচিব রাহাতুল ইসলাম (উদয়) খাঁনের জৈষ্ঠ্য পুত্র রাসেল খাঁন গত ১৪ই জুন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন। আজ ১৫ই জুন সকাল সাড়ে ৮ ঘটিকার সময় পুরন্দপুর খাঁন পাড়া ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাজা শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যু কালে স্ত্রী, ২ শিশু সন্তান পিতা মাত ২ ভাই আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, প্রবীন শিক্ষক কাইয়ুম আলী খাঁন, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।