ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দলের সাড়াশি অভিযানে যশোরের চৌগাছা থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ঝিনাইদহ ক্যাম্প এর একটি দল যশোর জেলার চৌগাছা উপজেলার হাকিমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতর ফেন্সিডিলসহ ইমরুল হাসান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত মাদক কারবারি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারের শহিদুল ইসলাম মন্টুর ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১২০ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।