ঝিনাইদহের সদর উপজেলার রতনহাট গ্রামে একদল তরুণদের প্রতিষ্ঠিত রতনহাট গ্রাম উন্নয়ন ও মানব সেবা সংস্থার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।
আজ সন্ধায় রতনহাট বাজার সংলগ্ন রতনহাট গ্রাম উন্নয়ন ও মানবসেবা সংস্থার কার্যালয়ে কেক কেটে ও বিগত বছরের কার্যক্রম সংক্রান্ত আলোচনার মাধ্যমে সংগঠনটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সংগঠনের সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নয়ন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরন্ত প্রকাশ এর সম্পাদক রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ইঞ্জিঃ মিরাজ জামান রাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিক্ষণ বøাড রিজার্ভেশন অব বাংলাদেশ, ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি খন্দকার গোলাম মর্তুজা ফয়সাল ও কোষাধ্যক্ষ আসিফ ইকবাল প্রান্ত। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য অনিক হাসান, স্বাধীন আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ইঞ্জিঃ মিরাজ জামান রাজ রতনহাট গ্রাম উন্নয়ন ও মানবসেবা সংস্থার সভাপতি ও সাধারন সম্পাদকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামের সার্বিক উন্নয়নে অংশীদার ও ধারক বাহক হিসেবে একটি করে সক্রিয় যুব সংগঠন তৈরির বিকল্প নেই। এই যুব সংগঠনের মাধ্যমে গ্রামের মানুষদের সচেতনতা সৃষ্টি ও উন্নয়নে কাজ করা যাবে। তিনি অত্র সংগঠনের যেকোন ভাল কাজে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সাধারন সম্পাদক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপণী ঘোষণা করেন।