২০ অক্টোবর বৃহস্পতিবার ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুসারে হরিণাকুন্ডুর মান্দিয়া বাজারে মেসার্স গোলাম রাব্বি বেকারি এর উৎপাদিত বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে উক্ত প্রতিষ্ঠান এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ও বিএসটিআই আইনে দশ হাজার টাকা মাত্র জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন।