ঝিনাইদহের যাত্রীবাহি বাসে তল্লাসী করে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে হলিধানী এলাকার সরকারী ভেটেরিনারী কলেজের সামনে থেকে
স্বর্ণালংকার সহ তাকে আটক করা হয়। সে চাদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে। উদ্ধারকৃত ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণালঙ্কারের মুল্য ৪৯ লক্ষ ১৭ হাজার টাকা। গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহি বাসে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারী ভেটেরিনারী কলেজের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
সেসময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণ। এই স্বর্ণ অলঙ্কার আকারে চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া
হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে