ঝিনাইদহ দাবা উন্নয়ন সংস্থা আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহে চাকলাপাড়া সিও ভবনে আয়োজিত দাবা টুর্নামেন্ট-২০২৩ এর শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেন, সিও নির্বাহী পরিচালক সামছুল আলম, হরিনাকুন্ডু সোনালী ব্যাংকের কর্মকর্তা আবু তারিক, ঢাকা জজ কোর্টের এ্যাড. পলি খাতুন,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ দাবা উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন।
৬৩টি দলের অংশগ্রহণে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে আগত দল অংশগ্রহণ করে।