ঝিনাইদহে করোনার তৃতীয়ধাপের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি)।
আজ সংসদ সদস্যের উদ্যোগে ও ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে ১ হাজার মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি) মানু্ষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কার্যক্রমে সেচ্ছাসেবী হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস’র নেতৃত্বে সার্বিক দায়িত্ব পালন করেছে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ। আবু সুমন বিশ্বাস করোনা মহামারীতে তাদের নানাবিধ কার্যক্রম সম্পর্কে বলেন, ” এই মহামারীতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি, আমরা এখন খাদ্য সামগ্রী সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি, এছাড়াও মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন, করোনা টিকা নিতে শিক্ষার্থীদের ফ্রি রেজিষ্ট্রেশন সহ যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাড়িয়েছি। যতদিন করোনা থাকবে আমরা এভাবেই মানুষের পাশে থাকবো”। সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী (সমি)’র প্রশংসনীয় এ উদ্যোগের জন্য সাধারণ মানুষ কৃতজ্ঞতা জানিয়েছেন