28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

ঝিনাইদহে কিশোর গাং’র হামলায় আহত নবম শ্রেণির ছাত্র রাফসান

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মহিষাকুন্ডু এলাকায় তারাবির নামাজ পড়তে যাবার সময় রাফসান (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে। আহত রাফসান শহরের কালেক্টর স্কুলের নবম শ্রেণির ছাত্র। তাকে হাতুড়িপেটা করে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাং। সে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে।

আহত রাফসানের বাবা জিনারুল ইসলাম তরুণ জানান, তারাবির নামাজ শেষে জানতে পারি ছেলেকে কে বা কাহারা মারধর করেছে। ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে গিয়ে ছেলের সাথে কথা বলে জানতে পারি, শহরের পুরাতন হাটখোলার ফল ব্যবসায়ী মানিক ও তাঁর দলবল সার্কিট হাউজের সামনে সিগারেট খেয়ে ধোঁয়া উড়াচ্ছিল।

আর ছেলেদের যাবার সময় আজেবাজে কথা বলছিল। তখন আমার ছেলে বলে আপনারা বকছেন কেন? তখনই তাদের উপর হামলা শুরু করে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উদ্দিন জানান, শহরের চাকলাপাড়ায় কিশোর গ্যাং এর হামলার ঘটনা শোনেছি। শোনা মাত্রই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত পূর্বক কিশোর গ্যাং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles