ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরুপ সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে অভিযানিক দলটি বৃহস্পতিবার দুপুরে জেলার মহেশপুর থানাধীন সাঁকোরখাল (বাগানমাঠ) গামী তিন রাস্তার মোড়ে জনৈক মোঃ বুলবুল আহম্মেদ এর চায়ের দোকান এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে, র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে মোঃ আরিফুল ইসলাম (৩৫), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং-মাথাভাঙ্গা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিজ দখল হতে ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার উদ্ধার পূর্বক জব্দ করে।