জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদদের।
এ উপলক্ষে ঝিনাইদহে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোহরাব বিশ্বাস এর উদ্যোগে ট্রাক টার্মিনাল মসজিদে আজ আসরবাদ বঙ্গবন্ধু সহ তার পরিবারের শাহাদতবরণকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী’র সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস আলী, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ চাঁন আহমেদ, শ্রমিক নেতা মাসুদ রানা ও ওলিয়ার রহমান সহ স্থানীয় প্রমূখ ব্যক্তিবর্গ।