‘আত্মহত্যা নয়, সহিষ্ণুতার জয়’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহ জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ও জাহেদী ফাউন্ডেশনের সৌজন্যে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ১১ আগস্ট বিকাল ৪টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, মীর আবিদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মগবুল হোসেন, ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান ড. এম হারুণ-অর রশীদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ১৪নং ঘোড়াশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, ১৩ নং ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকতাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্
টুর্নামেন্টে মোট ষোলটি দল অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঘোড়াশাল ইউনিয়ন ফুটবল একাদশ ও হরিনাকুন্ডু উপজেলার তাহেরহুদা ফুটবল একাদশ। আগামী ৩০ সেপ্টেম্বর টু্র্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথমার্ধের খেলায় ঘোড়শাল ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে ছিল। বহুদিন পর ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করায় হাজার হাজার দর্শক খেলা দেখতে মাঠে উপস্থিত হন।