ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক আমার সংবাদের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে পত্রিকাটির ১০বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও কেক কাটা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.আব্দুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান টুকু,সাবেক সাধারন সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলু,জেলা যুবমহিলা লীগের সাধারন সম্পাদক এ্যাড.সালমা ইয়াসমিন,প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মেদ,সিনিয়র সাংবাদিক দেলয়ার কবীর,দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম হিরো, ক্রীড়া সম্পাদক কাজী আলী আহম্মেদ লিকু,তথ্য ও যোগাযোগ সম্পাদক শাহানুর আলম,সাংস্কৃতিক সম্পাদক সবুজ আহম্মেদ,বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমিন,দৈনিক ভোরের কাগজের রোকনুজ্জামান মিলন,সময় টিভির সোহাগ আলীসহ অন্যান্য সাংবাদিক ও সূধী বৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক কে এম সালেহ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদ হাসান টিপু।
বক্তারা বলেন,নির্বাহী সম্পাদক হাসেম রেজার সম্পাদনায় দৈনিক আমার সংবাদ পত্রিকাটি অল্প সময়ে পাঠকপ্রিয়তা অর্জন করেছে আমরা এই পথচলাকে স্বাগত জানায় এবং পত্রিকাটির উত্তর উত্তর সফলতা কামনা করি।