বিসিক কার্যালয়ে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপ্তিতে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিম, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন জুলিয়াস, বেসিক ঝিনাইদহ জেলার উপ-পরিচালক মিনা রহমান সহ বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখছে তার বাস্তবায়নে শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে উপযুক্ত দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।