ঝিনাইদহ শহরে কয়েকটি প্রতিষ্ঠানে বিএসটিআই এর অভিযান। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়েছে।
৬ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মানহীন খাদ্য ও নিয়ম বহির্ভূতভাবে বিদেশী পণ্য বিক্রয়ের বিষয়টি পরিলক্ষিত হয়। বিএসটিআইয়ের অভিযানে ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে শহরের পবহাটির মেসার্স তৃপ্তি ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে বিএসটিআইয়ের লাইসেন্স ব্যাতিত অবৈধ ভাবে চানাচুর বিক্রয় করায় মামলা করা হয় এবং প্রতিষ্ঠানটি কে বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরাপপুরে অবস্থিত মেসার্স হাফিজ বিপনিতে নিয়মবহির্ভূতভাবে আমদানিকৃত স্কীন ক্রীম বিক্রয় করায় মামলা দায়ের ও বিএসটিআই আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিষিদ্ধকৃত স্কিন ক্রীম ডিউ, গৌরি, চাদনী’র ৫৪ টি নমুনা জব্দ করা হয়।
উক্ত অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন বিএসটিআই খুলনা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ তারিকুল ইসলাম সুমন।