ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবসের শোভাযাত্রায় আসার পথে হামলার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকাল সাতটার দিকে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ বিএনপির। তবে আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে এই হামলা টি হয়েছে।
এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের সকলের বাড়ি কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকায়। টিটো হোসেন (৩০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য নেতা কর্মী বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।