ঝিনাইদহ শহরের গুলশানপাড়ায় রিংকু মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত রিংকু ওই এলাকার জামির হোসেনের ছেলে। ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে গুলশানপাড়ায় মাদক ব্যবসায়ী রিংকু মিয়া মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।