ঝিনাইদহে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘প্রতিরোধ’-র উদ্বোধন করা হয়েছে। ২৫ জুন রবিবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনসে এ ভাস্কর্য উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানাসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের প্রতিটি সংকটে বাংলাদেশ পুলিশ শুধু দায়িত্ব পালনই করেনি, তারা তাদের জীবন উৎসর্গ করেছে। এই বিশাল কর্মী বাহিনী দেশ ও জাতির কল্যাণে সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই ভাস্কর্য উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশের আত্মোৎসর্গকৃত সদস্যদের আমরা গভীরভাবে স্মরণ করছি।