ঝিনাইদহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। শিশু একাডেমীর আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টায় একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মনজুর আলম। অনুষ্ঠানে আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।