‘ বঙ্গমাতা সংকটে,সংগ্রামে নির্ভীক সহযাত্রী ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইনে অর্থ সহায়তা প্রদান ও সেলাই মেশিন বিতরণের নির্দেশে দেন মানণীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি। ।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সালমা সেলিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান,জেলা শিশুবিষক কর্মকর্তা আযুব হোসেন,জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা এম রায়হান, সাংবাদিক সাজ্জাদ আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান। বক্তারা, শেখ ফজিলাতুন নেছা মুজিবের স্বাধীনতায় তার আত্মত্যাগের বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস এম সোহেল রানা, রোকেয়া খাতুন, শিললুর রহমান,ফৌজিয়া হক জুই প্রমূখ। জেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় পরে জেলার ৬ টি উপজেলায় ৪২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩০ জন নারীকে নগদ এর মাধ্যমে অনলাইনে অর্থ সহায়তা প্রদান করা হয়।