বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় ২৯ বছরে দৈনিক এই আমার দেশ। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের লক্ষ্যে ঝিনাইদহে দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধা ৬ টায় পত্রিকার অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পত্রিকার নির্বাহী সম্পাদক একরামুল হক লিকু’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান উপদেষ্টা অলোক চৌধুরী, প্রকাশক ও সম্পাদক আলী কদর পলাশ। এছাড়াও সাংবাদিক আসিফ ইকবাল কাজল, সাহিদুল এনাম পল্লব, মিরাজ জামান রাজ, সাইফুল ইসলাম, ওমর আলী সোহাগ, মোঃ রবিউল ইসলাম, ও গোলাম মর্তুজা ফয়সাল সহ প্রমূখ।
উপস্থিত অতিথিবৃন্দ ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে এই আমার দেশ পত্রিকার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। পত্রিকার প্রধান উপদেষ্টা ও সম্পাদক বৃন্দ উপস্থিত সকলকে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান ও ঝিনাইদহে প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র বিতরণের মধ্যদিয়ে সভার সমাপ্তি করেন।