28.9 C
Bangladesh
Wednesday, 9, July 2025
spot_img

ঝিনাইদহে সাংবাদিক সাদ্দাম হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রেসক্লাব’র সদস্য ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিস মোড়ে ঝিনাইদহ প্রেসক্লাব’র আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাব এর সভাপতি এম.এ রায়হান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মাহামুদ হাসান টিপু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজীব হাসান, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি মোঃ পল্লব মিয়া। এছাড়াও সিনিয়র সাংবাদিক হিসেবে বক্তব্য রাখেন বিমল সাহা, এম. সাইফুল মাবুদ, মোঃ আসিফ ইকবাল কাজল প্রমুখ।

এসময় দুরন্ত প্রকাশ’র সম্পাদক মিরাজ জামান রাজ, এই আমার দেশ’র সম্পাদক ব্যারিস্টার জিসান হাই সহ ঝিনাইদহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন মহলসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা জানান, দেশ তথা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজের উন্নয়ন, অবনতি, অসংগতি কলমের মাধ্যমে তুলে ধরাই সাংবাদিকদের প্রধান কাজ। এতে সমাজের সামজিক অবক্ষয়ের মাত্রা কমে আসাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে সংবাদকর্মীরা। এ সময় বক্তারা আরো বলেন, অপরাধীদের কোনো দল হয় না, শুধু অপরাধকে লুকাতে দলের আশ্রয় নিয়ে থাকে। তাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঝিনাইদহের সাংবাদিক বর্বর হামলার শিকার হয়েছে। সেসব হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান আইন শৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্মকর্তাদের নিকট।

ঝিনাইদহ প্রেসক্লাব এর সভাপতি এম.এ রায়হান বলেন, ঝিনাইদহের সাংবাদিকের উপর সকল হামলাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। তিনি আরো বলেন এঘটনা নিয়ে শৈলকুপার অফিসার্স ইনচার্জ এর ভূমিকা প্রশ্নবিদ্ধ তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক। অন্যথায় আরও কর্মসূচি গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর চ্যানেল ২৪ এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য সাদ্দাম হোসেনের উপর বাড়ি ফেরার পথে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles