ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা ইটভাটা নামক স্থানে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২৫) ও রকি (২০) নামের দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
১৪/০১/২০২৩ ইং শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। শাকিল কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও রকি একই গ্রামের মিটুলের ছেলে বলে জানা যায়। তারা উভয়ে প্রতিবেশী।
জানা যায়, শাকিল কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ঔষধ ফার্মেসিতে কাজ করতেন। তারা ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে কালীগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে রওনা করেন। দূর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।