ঝিনাইদহ প্রতিনিধি:
“ভালো কাজ করি, সুন্দর সমাজ গড়ি” এ শ্লোগানে ঝিনাইদহ হেল্পিং সেন্টার জেলা শাখার ৪র্থ প্রতিতষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফ্যামিলি জোনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেল্পিং সেন্টারের সভাপতি এইচ. এম. আশিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি ও বর্তমান ঝিনাইদহ টিভির চেয়ারম্যান এবং দৈনিক আমাদের অর্থনিতি পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম, শাহজালাল ইসলামি ব্যাংক হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক এ.টি.এম শামসুজ্জামান, প্রেসক্লাবের নব-নির্বাচিত সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. মেহেদী হাসান জিকু, প্রেসক্লাবের সদস্য এস. এম. রবিউল ইসলাম রবি, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, ঝিনাইদহ জেলা রেললাইন বাস্তবায়ন কমিটির আহবায়ক রেল আব্দুল্লাহ, যশোর জেলা হেল্পিং সেন্টারের সভাপতি রাকিব হাসান, হেল্পিং সেন্টারের সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ অন্যান্য সদস্যরা। এছাড়াও সেসময় জেলার ১৫ টি সমাজ কল্যাণ সেবামূলক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।