ঝিনাইদহ প্রতিনিধি:
ভালো কাজ করি, সুন্দর সমাজ গড়ি এই স্লোগানকে ধারণ করে হেল্পিং সেন্টার ঝিনাইদহ শাখা (একটি সমাজ কল্যাণ সংগঠন) এর আয়োজনে ঝিনাইদহ জেলার বিভিন্ন জায়গায় ২৫০ টি ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা রোপণ এর কর্মসূচি সম্পূর্ণ করেছে।
সারা দেশে সবুজ বনায়নের অংশ হিসেবে সেচ্ছাসেবী সংগঠন হেল্পিং সেন্টার ঝিনাইদহ জেলা শাখা পক্ষ থেকে এই আয়োজনে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা নেসার আহমেদ কাদের, এইচ এম আশিক, সাবেক সভাপতি। মোস্তফা লিমন, সাবেক সাধারণ সম্পাদক। সাহাপরাণ ইসলাম, সাগর হোসেন, এনামুল খন্দকার, আমিন মুন্সি, বকুল হোসেন, শাকিল আহমেদ নিরব, মোকাম্মেল হোসেন, সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত হয়ে ছিল।
অত্র সংগঠন বৃক্ষরোপণ সহ রক্তদান কর্মসূচি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ ,ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজে ২০২০ সাল থেকে অবদান রেখে আসছে।