ঝিনাইদহ আনসার ভিডিপি কার্যালয়ে নবাগত জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেছেন উপপরিচালক আশিকউজজামান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদমর্যাদার এই অফিসার ৩৩ তম বিসিএস (আনসার) ক্যাডার এর কর্মকর্তা হিসেবে অত্র বাহিনীতে যোগদান করেন। তিনি ঝিনাইদহ জেলা আনসার ভিডিপি কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট হিসেবে গত ২৪/০১/২০২১ তারিখে যোগদান করলেও বাহিনীর ৪১ তম জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে সম্প্রতি জেলা কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ঝিনাইদহ আনসার ভিডিপির সার্বিক উন্নয়নে কার্যক্রম গ্রহন ও সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব যথাযথ ভাবে পালন করার অভিব্যক্তি প্রকাশ করেছেন।