নিজস্ব প্রতিবেদক:
একের পর এক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, সাংবাদিকদের লাঞ্চিত করা, বিদ্যুৎ অফিসে দালাল সিন্ডিকেট পরিচালনার মতো কর্মকান্ড করে ঝিনাইদহ শহরের টক অব দ্যা টাউনে পরিণত হয়েছিলেন ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী।

ক্ষমতার অপব্যবহার, দূর্ণিতী, অনিয়ম, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চুরি করে বড়বড় গাছ বিক্রি করার মতো ঘটনায় ঝিনাইদহ থেকে প্রকাশিত দুরন্ত প্রকাশ পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হতে থাকলে নড়েচড়ে বসে ওজোপাডিকোর প্রধান কর্যালয়। প্রকাশিত সংবাদের তথ্যের ভিত্তিতে তদন্তে নামে ওজোপাডিকো। তদন্তে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আনিত অভিযোগের সত্যতা মেলায় , ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওজোপাডিকোর মোহাম্মদ নাজমুল হুদা, উপ—মহাব্যবস্থাপক, খুলনা স্বাক্ষরিত দপ্তারাদেশে ঝিনাইদহ থেকে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ এর নির্দেশ দেন। দপ্তারাদেশে দেখা যায়, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরিকে পটুয়াখালি ওজোপাডিকোতে বিক্রয় ও বিতরণ বিভাগে আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে যোগদানের নির্দেশ দেন। অন্যথায় তাকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করা হবে বলেও উল্লে্যখ করা হয় উক্ত দপ্তারাদেশে।
উল্লেখ্য, ওজোপাডিকো, ঝিনাইদহ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী , সহকারী প্রকৌশলী মো: জাকির হোসেন ও উপ—সহকারী প্রকৌশলী উত্তম কুমার এর তত্বাবধানে এই দালাল চক্র পরিচালিত হয়ে আসছিলো দীর্ঘদিন ধরে। গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে তথ্যানুসন্ধানে জানা যায়, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরীর গড়ে তোলা এই সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া ১৩ ও১৪ সেপ্টেম্বর ছুটির দিনের সুযোগে নিয়ম না মেনে চুরি করে ঝিনাইদহ ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) অফিস প্রাঙ্গনের ভেতরের ৫টি বিশালাকৃতির মেহগনি গাছ কেটে বিক্রি করে দেন এই প্রকৌশলী।