আজ ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উদ্যোগে ঝিনাইদহ শহরে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী (সমি) ও ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস’র নির্দেশনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য’র অনুপ্রেরণায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ তুহিনের তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পথচারী, ছিন্নমূল অসহায় ও স্বল্প আয়ের মানুষদের মাঝে স্বাস্থ্যকর ইফতার ও মাস্ক বিতরণ করা হয়।
উক্ত ইফতার ও মাস্ক বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস। এছাড়াও ইফতার বিতরণ কর্মসূচিতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।