ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম হারুন অর রশিদ কে জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দুরন্ত’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ ঝিনাইদহ শহরের সৃজনী ভবনে ঝিনাইদহ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম হারুন অর রশিদ এর হাতে ফুলের ডালি ও শুভেচ্ছাপত্র তুলে দেন দুরন্ত’র সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী ইঞ্জিঃ মিরাজ জামান রাজ সহ উপস্থিত সদস্যবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ দুরন্ত’র সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে জেলার সার্বিক উন্নয়ন ও ভাল কাজে সব সময় থাকবেন। উল্লেখ্য এম হারুণ অর রশীদ দুরন্ত’র জীবন সদস্য ও সম্মানিত উপদেষ্টা পরিষদ সদস্য।
শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুরন্ত’র যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ আসাদুর রহমান, নির্বাহী সদস্য তহমিনা খাতুন ও উৎপল মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা মালেকা হেনা মায়া, সাধারণ পরিষদের সদস্য খন্দকার গোলাম মর্তুজা, আসিফ ইকবাল, শেখ জায়েদ অনিকসহ সংগঠনের সদস্যবৃন্দ।