বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতীয় কমিশনার মহোদয় চলতি বৃক্ষরোপণ মৌসুম ২৪ লক্ষ ৩৪ হাজার ৪১৪ জন স্কাউট সদস্যগণের মাধ্যমে ৫০ লক্ষ বৃক্ষরোপণ করার জন্য একটি অনুশাসন প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা রোভার কতৃক ৪ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।
বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা রোভারের আয়োজনে ২০ জুলাই ২০২৩ ইং তারিখে জেলা স্কাউটস ভবনে “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩” পালিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা রোভারের সভাপতি ও ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব এস. এম. রফিকুল ইসলাম, জেলা রোভারের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফিরোজ আল হাসান সহ জেলা রোভারের অন্যান্য সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানে জেলা স্কাউটস ভবনে একটি জাম গাছ রোপণ ও সদর উপজেলার রোভার স্কাউটদের মাঝে ১০০০ ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।