28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই’র মৃত্যুতে তিন দিনের শোক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার থেকে বুধবার পর্যন্ত এ শোক কর্মসূচী চলবে।

সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

গত শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ১ আসেনর সংসদ সদস্য আব্দুল হাই। রোববার ৪র্থ জানাযা শেষে তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles