28.9 C
Bangladesh
Thursday, 19, June 2025
spot_img

টোটাল শাটডাউনে যশোরের পরিস্থিতি

মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:

কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১৮ জুলাই বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। ১৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে।

উক্ত ঘোষণায় যশোরে বৃহস্পতিবার সকাল ১০.০০ থেকে যশোর শহরের চাচড়া চেকপোস্ট মোড়ে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং টোটাল শাটডাউন পালন করে। এ সময় জরুরী সেবা সমূহের গাড়ি ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখে তারা। পুলিশকে ভুয়া আখ্যা দিয়ে তারা স্লোগান দিতে থাকে।
এসময় সড়কের দুই ধারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছি।

তারা আরও বলেন, কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এ লড়াইটা শুধু ছাত্রদের নয়, দলমত নির্বিশেষে এদেশের জনসাধারণের।
বিকাল চারটায় তারা চেকপোস্ট ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যশোর শহরের দড়াটানা মোড় হয়ে প্যারিস রোডে গিয়ে তাদের অবস্থান কর্মসূচি ও টোটাল শাটডাউন কর্মসূচি শেষ করে।
অবস্থান কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে মাহির নামে এক শিক্ষার্থীকে একা পেয়ে ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি হাতে পতাকা দেখে বেধড়ক মারধর করে।

বর্তমানে সে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণ দেন তিনি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এরপরও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে নেয় বিচার পাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles