ঝিনাইদহের কালীগঞ্জ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। তার নাম শুকুর আলী (৫২)। তিনি কালীগঞ্জের শিবনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে তাকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলঅকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানার সিআর নং-২৪৩/১৪ এর ধারা ৪১৭/৪০৬ পেনাল কোডের আওতায় আদালত থেকে দন্ড ছিল। রায় ঘোষনার পর থেকে তিনি পালিয়ে ছিলেন বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে।