রাজশাহীর দুর্গাপুরে ১৩ সদস্য বিশিষ্ট নবযাত্রা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে দৈনিক রাজর্বাতা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় এর দূর্গাপুর প্রতিনিধি মোঃ মোফাজ্জল হোসেন মায়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় প্রধান উপদেষ্টা ইমদাদুল হকের উপস্থিতিতে ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ- সভাপতি পদে জিএম কিবরিয়া, শারমিন পলী, রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল হোসেন শাহীন, নাজমুল হূদা সাংগঠনিক সম্পাদক পদে নাহিদ ইসলাম
কোষাধ্যক্ষ: পদে সেলিম রেজা, প্রচার সম্পাদক পদে মমিন ইসলাম ও সাধারণ সদস্যগণের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে একাধিক সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেন, এই প্রেসক্লাব সাধারণ জনগণের জন্য কাজ করবে। সুশীল সাংবাদিকতা চর্চা করবে। হলুদ সাংবাদিকতা রোধে কাজ করবে এমন প্রত্যাশা থাকবে।