28.9 C
Bangladesh
Tuesday, 24, June 2025
spot_img

দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে যশোর সেবা ফাউন্ডেশন

মেহেদী হাসান মামুন, জেলা প্রতিনিধি যশোর:

২৯ মার্চ ২০২৪ ইংরেজি তারিখ শুক্রবার যশোর শহরের অসহায় দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যশোর সেবা ফাউন্ডেশন। এ সময় দুস্থ অসহায় মানুষদের হাতে ইফতার তুলে দেন সংগঠন এর সদস্যরা। ধনী গরিব ভেদাভেদ ভূলে সকলে ইফতার পেয়ে সন্তুষ্টির কথা জানান এসব শ্রমজীবী মেহনতি মানুষেরা।

আয়োজকরা জানান, যশোরের শ্রমজীবী, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে খাবার তুলে দিতে পেরে তারা অনেক সন্তুষ্ট।

যশোর সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় মন্ডল বলেন, আমাদের প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা পারে অনেকের মুখে হাসি ফুটাতে। আমরা চেষ্টা করি আমাদের সামান্য প্রচেষ্ঠার মাধ্যমে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, প্রতিবছরের মতো এ রমজানে আমাদের শহরে খেটে খাওয়া শ্রমজীবী ও মেহনতি মানুষের মাঝে ইফতার বিতরণ করি।

যশোর সেবা ফাউন্ডেশন এর সদস্য মোঃ হেলাল বলেন, শুক্রবার একটি সুন্দর দিন। রমজান মাসে তা দ্বিগুণ আনন্দ আনে যখন ইফতারিতে অসংখ্য অভুক্ত মানুষের কাছে আমরা খাবার পৌঁছে দিতে পারি ।

ইফতারে আমন্ত্রিত অতিথি এডভোকেট সৌমিত্র রায় সেতু বলেন, যশোর সেবা ফাউন্ডেশন এর এমন উদ্যোগকে সাদুবাদ জানাই, অনেক মানুষ আছেন যারা সারাদিন রোজা থেকে শুধুমাত্র পানি খেয়ে ইফতার করেন সেই সব কিছু মানুষ এমন ইফতার বিনামূল্যে পাচ্ছেন এমন উদ্যোগ প্রসংশনীয়। আমি এই উদ্যোগে থাকতে পেরে খুবই আনন্দিত।

সকলকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে আসার আহবান যশোর সেবা ফাউন্ডশনের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles