ঝিনাইদহ প্রতিনিধি :
যশোর জেলার সদর থানাধীন সাত মাইল এলাকা হতে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
২৪ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটের সময় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটককৃতরা হলো- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো: হাসিবুল হাসান (শান্ত)
র্যাব ৬, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ১৪ জুলাই ঝিনাইদহের মহেশপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামি আত্মগোপন করে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ৬। সেসময় ধর্ষণ মামলার এই প্রধান আসামিকে আটক করা হয় এবং আসামিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়।