আসন্ন ইউপি নির্বাচনে ৪র্থ ধাপে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের ১৫ টি ইউনিয়নের মধ্যে ১০ টিতে নৌকার ভরাডুবি। এবারের সুষ্ঠ নির্বাচনে জনগণের প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পেরে খুশি ভোটাররা । ঝিনাইদহের সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করে অত্রএলাকার আস্তাভাজন, তরুণ সমাজ-সেবক ও বিশিষ্ট ব্যবসায়িক মোঃ আলতাফ হোসেন বিপুল ভোটে জয়যুক্ত হওয়ায় মধুহাটি ইউনিয়নে শ্রীপুর গ্রামবাসির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করেন।