আসন্ন ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহমেদ রনি লস্করকে বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোষনগর স্কুল মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা দলমত নির্বিশেষে নৌকা প্রতীকের বিজয়ী করার আহবান জানান।