ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের কোভিড-১৯ এ বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধি নিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া অসহায় দরিদ্র ও দুস্থ এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭ শত ৫০ জন উপকারভোগীকে শনিবার সকালে নগদ ৫শত টাকা প্রদান করেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন।
এসময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার খাইরুল ইসলামসহ অন্যান্যরা।