র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে দেশব্যাপী বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন ধরে একদল জুয়ারি চক্র অবৈধভাবে বিপুল পরিমান অর্থ লেনদেনের মাধ্যমে জুয়ার কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ২৭/০৭/২০২১ইং তারিখ বিকালে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত জুয়ারি চক্র জুয়া খেলার উদ্দেশ্যে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মহামেডান ক্লাবের ৪র্থ তলার উপর জুয়া খেলার জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭/০৭/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ফরিদপুর মহামেডান ক্লাবের ৪র্থ তলার উপর অভিযান পরিচালনা করে জুয়ারি চক্রের সদস্য ০১। মোঃ রিয়ান হোসেন(৩০), পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং-দক্ষিণ ঝিলটুলি, ০২। মোঃ কামাল হোসেন(৫০), পিতা-মৃত ওয়াজ উদ্দিন, সাং-আজাহার মন্ডলের ডাঙ্গী, ০৩। মোঃ দেলোয়ার হোসেন(২৮), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-কছিম উদ্দিন বেপারী ডাঙ্গী, ০৪। মোঃ শাহ আলম(২১), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-বিনা লিয়া, ০৫। মোঃ বিল্লাল হোসেন(৩৫), পিতা-মৃত আতিয়ার রহমান, সাং-কবিরপুর, ০৬। মোঃ হাতেম শেখ(৪০), পিতা-মোঃ আয়নাল শেখ, সাং-বোয়ালের টিলা, সর্বথানা-কোতয়ালী, ০৭। মোঃ আয়নাল মোল্যা(৪০), পিতা-মৃত ফেলু মোল্যা, সাং-শলিয়া, থানা-সালথা, ০৮। মোঃ কুবাদ চৌধুরী(৪৫), পিতা-মৃত করিম চৌধুরী, সাং-আদমপুর, ০৯। মোঃ হেমায়েত আলী(৩০), পিতা-মৃত টুকু শেখ, সাং-মাজাড় দিয়া, ১০। মোঃ রাজিব মোল্যা(২৫), পিতা-মোঃ আলেম মোল্যা, সাং-কবিরপুর, ১১। মোঃ জুয়েল ফকির(২৬), পিতা- মোঃ রকন ফকির, সাং-বামরকান্দি, ১২। মোঃ শাহিন শেখ(২৭), পিতা-সৈয়দ শেখ, সাং-কবিরপুর, ১৩। মোঃ হুমায়ুন কবির(৩২), পিতা-মৃত নাজিম উদ্দিন মোল্যা, সাং-ওম্বিকাপুর, ১৪। মোঃ মেহেদী হাসান(২৩), পিতা- মৃত হিরু শেখ, সাং-কুমার পট্টি, ১৫। মোঃ রাজন শেখ(৩২), পিতা-মোঃ বাবু শেখ, সাং-গোয়ালচামট খোদা বক্স রোড, ১৬। মোঃ ইয়াছিন শেখ(৩০), পিতা-মৃত আলতাফ শেখ, সাং-মাজার দিয়া, ১৭। সাধন সরকার(৫১), পিতা-মৃত মধুসুধন সরকার, সাং-ঝিলটুলী, সর্বথানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে আটক করেন । এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ২৩ টি সীমকার্ডসহ ১৯ টি মোবাইল, জুয়ারি কাজে ব্যবহৃত ০৬ সেট তাস (কার্ড) এবং নগদ ৮,৫২,১৫০/- (আট লক্ষ বায়ান্ন হাজার একশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন।