ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরে খাদ্য গুদামের পার্শ্বে আঃ রশিদ মার্কেটের দ্বিতীয় তলায় মৃধা ফ্যাশন গ্যালারী নামে গার্মেন্টস, খেলনা ও কসমেটিক্স সামগ্রীর দোকান উদ্ভোধন হয়েছে। ১৬ জুন-২০২১ বুধবার সন্ধ্যায় দোকানের উদ্ভোধন করা হয়। দোকান উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন, মামুন মৃধা, মিঠুন মৃধা, মজিবর মৃধা, ইমরান মৃধা, মিজান মৃধা, আসলাম মৃধা, রনি, হাচান প্রমুখ। দোকানটির পরিচালক মো: বিলাল মৃধা বলেন, দোকানটিতে গার্মেন্টসের সকল ধরনের মালামালসহ ছোট বাচ্চাদের খেলনা সামগ্রী এবং কসমেটিক্সের সামগ্রী পাওয়া যাবে ইনশাআল্লাহ।