দুরন্ত প্রকাশ ডেস্ক:
যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই সোমবার বিকাল ৫ টায় নারিকেলবাড়ীয়া বাজারে বিদ্যালয়ের সামনের সড়কে নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক,অভিভাবক সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় কয়েকশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হীরা মাস্টার এসময় প্রধান শিক্ষক মো. ইমদাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তারা বলেন, ইমদাদ মাস্টার এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করার পর থেকেই তিনি প্রতিষ্ঠানকে ব্যক্তিগত সম্পত্তিতে রুপান্তরিত করেছে তাছাড়া তিনি স্কুল পরিচলনা কমিটি নিজের পকেট কমিটি করে প্রতিষ্ঠানটি দুর্নিতির আখড়ায় পরিনত করেছে। হীরা মাস্টার অভিযোগ করে আরো বলেন গত ২৪ জুলাই সভাপতি নির্বাচনের দিন ছিলো এই নির্বাচন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয় সেখানে কোন এজেন্টকে না রেখে প্রার্থীকে না রেখে নারিকেলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামানের সহযোগিতায় কারচুপির মাধ্যমে এ সভাপতি নির্বাচনে ইমদাদ মাস্টারের পক্ষের লোক মিহির বাবুকে বিজয়ী ঘোষনা করে তাছাড়া অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেন যেকোনো সাধারণ বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ করে আসার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেশন ফি, মাসিক বেতন আদায়সহ কারণে-অকারণে শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করে থাকেন।
শুধু তাই নয়, এসএসসি প্রস্তুতি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উত্তীর্ণ করে দেন। এতে করে এসএসসি’র ফলাফলের দিক থেকেও বিদ্যালয়টি অনেক পিছিয়ে রয়েছে। দুর্নীতিবাজ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তরা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ইমদাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নী বলেন এ বিষয়ে অভিযোগ শুনেছি তদন্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।