বিএফএফ -সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব -২০২১ এর ঝিনাইদহ জেরার বিতর্ক প্রতিযোগিতা শুক্রবার -২৬ ফেব্রুয়ারী ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এবারো ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়ে টানা ৭বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলো। প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিয়ে মুক্তিযোদ্ধা মসিুর রহমান বালিকা বিদ্যালয় রানার্স আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। প্রতিযোগিতায় শ্রেষ্ট বক্তা হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা খন্দকার মায়েশা রহমান।
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ ড.বি এম রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্ভোধন ও পুরস্কার ও সনদপত্র বিতারন করেন। প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্বপালন সুহৃদ সমাবেশ ঝিনাইদহ জেলার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সালাম। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন হরিণাকুণ্ডু সরকারি লালন শাহ কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুজ্জামান,আব্দুর রউফ কলেজের সহযোগী অধ্যাপক খুরশিদ মোহম্মদ সালেহ ও একই কলেজের প্রভাষক শাহানুর আলম।
প্রতিযোগিতার ফলাফল প্রস্তুত ও সময় নিয়ন্ত্রনে ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক মিরাজ জামান রাজ। প্রতিযোগিতায় ৮ দলের মধ্যে চ্যাম্পিযান ও রানার্স আপ দল ছাড়াও অংশ গ্রহন করে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, জমিলা খাতুন বালিকা বিদ্যালয়, ঝিনাইদহ নিউ একাডেমি,শহীদ স্মৃতি বিদ্যাপীট, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ ও এম কে মাধ্যমিক বিদ্যালয়। প্রতিযোগিতার সম্বনায়কারি হিসাবে দায়িত্বপালন করেন সমকাল এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি মাহমুদ হাসান টিপু।