মেহেদী হাসান মামুন, যশোর প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণহত্যা ও গণ গ্রেপ্তার এর প্রতিবাদে ও শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে যশোরে “দোয়া ও গন মিছিল” কর্মসূচী পালিত হয়েছে।
০২/০৮/২০২৪ শুক্রবার বিকাল ৩ টায় শহরের পালবাড়ি মোড় থেকে এ কর্মসূচী শুরু হয়। প্রবল বৃষ্টির মধ্যে এ কর্মসূচী পালিত হতে দেখা যায়। উক্ত কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে শিক্ষক, অভিভাবক ও সাধারন জনগনের একাত্মতা প্রকাশ ও মিছিলে অংশ নিতে দেখা যায়।
একজন অভিভাবক তার বক্তব্যে বলেন, আমি একজন অভিভাবক হয়ে আমার সন্তানকে ঘরে ফেরাতে পারিনি, তারা দাবী আদায় না করে ঘরে ফিরবে না, তাই আমিও আমার সন্তানদের যৌক্তিক দাবী আদায়ের জন্য রাস্তায় নেমেছি। পুলিশ যেভাবে আমার সন্তানদের ওপর, সাধারণ ছাত্রদের ওপর গুলি, লাঠিচার্জ ও গ্রেফতার করছে, আমি একজন অভিভাবক হয়ে এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই সকল অপরাধের দায় সরকারকে নিতে হবে। আমি আমার পুরো পরিবার নিয়ে রাস্তায় নেমেছি যৌক্তিক দাবীকে সম্মান করে। সরকারের কাছেও আমরা সেটাই আশা করি। সরকার কোনো ভাবেই সাধারণ শিক্ষার্থীর ওপর হওয়া অত্যাচারের দায় এড়াতে পারে না।
বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবী উপস্থাপন করছিলো।
মিছিলটি শহরের পালবাড়ি ভাস্কর্য মোড় থেকে শুরু হয়ে বিমান অফিস মোড় ও কেন্দীয় শহিদ মিনারের সামনে এসে কিছুক্ষণ অবস্থান নেয়। পরে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়।
পুরো কর্মসূচীতে পুলিশের সহযোগিতা মূলক আচরণ লক্ষ্য করা যায়।